ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লালমনিরহাটে জাতীয় পাটির কার্যালয়ে অগ্নি সংযোগ 

আপডেট : ০১ জুন ২০২৫, ০১:৩৭ পিএম

লালমনিরহাট জেলা জাতীয় পাটির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 

শনিবার (৩১মে) রাতে শহরের বিডিআর রোডে অবস্থিত জাতীয় পাটির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে মাথায় হেলমেট পড়া ৮ থেকে ১০জন যুবক এসে পার্টি অফিসের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য নেতাকর্মীদের ছবি। আগুনে পুরে যায় অফিস কক্ষের সোফা ও প্লাস্টিকের  শতাধিক চেয়ার। এসময় লুট করা হয় এলইডি টিভি ও আলমারিতে থাকা জিনিসপত্র। 

লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগির হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

জাতীয় পাটির আহ্বায়ক জাহিদ হাসান লিমন জানান, বিনা কারণে ও বিনা উষ্কানিতে রাতে কেউ না থাকার সুযোগে জেলা জাতীয় পাটির অফিসে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসে একাধিকবার খবর দিলেও তারা আগুন নেভাতে আসেনি। থানায় খবর দেওয়া হয়েছে, কিন্তু থানা পুলিশ ইচ্ছে করেই দেরিতে এসেছে। আমরা সঠিক তদন্তপূর্বক জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।

SN
আরও পড়ুন