ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাইবান্ধার আলোচিত শহিদুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক শহিদুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সাথে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০২ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের মৃত ফজল হকের ছেলে নিহত অটো রিকশা চালক শহিদুল ইসলাম প্রতিদিনের মত গত ২৮ জুন বিকালে অটো নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। পরদিন সকালে একটি বিলে তার মরদেহ পাওয়া যায়।

এরপরেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩০ জুন রাতে নিহত শহিদুলের বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও ০১ জুলাই রাতে শান্ত মিয়াকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা দুজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পূর্বের কথাকাটাটির জের ধরে ২৮ জুন রাতে তার বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও শান্ত মিয়া শহিদুল ইসলামকে সুন্দরগঞ্জের চাকুলিয়া বিলে নিয়ে গিয়ে অতিরিক্ত গাজা সেবন করায়। পরে গলায় রশি পেচিয়ে শহিদুলকে হত্যা করে ফেলে রেখে যায়। বিক্রির জন্য খুলে নেয় অটোরিকশার ব্যাটারি। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম, ডিএসবির অফিসার ইর্নচাজ আব্দুল লতিফ, কায়সার আলীসহ অন্যরা।

MMS
আরও পড়ুন