ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোবিন্দগঞ্জে ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:৫২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা ফারদিন ইসলাম ফরহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গোবিন্দগঞ্জ মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরহাদ গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য ও গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে তাকে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ আছে বলেও জানান এসআই সেলিম রেজা।

JMR
আরও পড়ুন