প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ফাঁড়িসহ আট বাগানে চা শ্রমিকরা কাজে ফিরেছে। বকেয়া মজুরির মধ্যে দুই সপ্তাহের টাকা পেয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে থেকে তারা কাজে যোগ দেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তর কার্যালয়ে চা শ্রমিকদের শীর্ষ পর্যায়ের নেতা ও ন্যাশনাল চা কোম্পানির যৌথ বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক বকেয়া ছয় সপ্তাহের মজুরি দুই থেকে তিন কিস্তিতে দেওয়া হবে। এর প্রেক্ষিতে ৯ ডিসেম্বর দুই সপ্তাহের মজুরি দেওয়া হয়েছিল। আজ শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

এনটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না বলেন, চা শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া হয়েছে। মাসিক বেতনধারী শ্রমিকদের ২০ ডিসেম্বর এক মাসের বেতন দেওয়া হবে। এখন থেকে শ্রমিক-কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। বাগান বন্ধের দিনগুলোতে চা শ্রমিকদের রেশন কাটা হবে না। বোনাস ও বার্ষিক ছুটির দিন গণনার ক্ষেত্রে বাগান বন্ধের দিনগুলো অনুপস্থিত দেখানো হবে না।
মজুরি না পেয়ে গত ২২ আগস্ট থেকে প্রায় ছয় সপ্তাহ কাজ বন্ধ রাখেন শ্রমিকরা।
