লাখ টাকা ঘুষ নেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সিলেটের বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ) রাতে সিলেট পুলিশ সুপারের আদেশে আলীম উদ্দিনকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে ফেসবুকে আলীম উদ্দিনের ঘুষ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ মার্চ) ফয়সল আহমদ নামের এক ভুক্তভোগী বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনের বিরুদ্ধে মামলায় সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ এনে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগপত্র দায়ের করেন। ওই দিনই এসআই আলীমকে প্রত্যাহার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নং-২০)’র আসামিদের সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামি পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও পরে কাজ না হওয়ায় ভুক্তভোগী ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে এসআই আলীম উদ্দিন তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান।
