ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি 

 দলের কিছু ছাত্রনেতাও ইফতার না করেই বাইরে গিয়ে বিক্ষোভ করেন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিল অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা।  

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের বালুচর এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দলটির কিছু নেতাকর্মী নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। 

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বেশিরভাগ সাংবাদিকরা ইফতার না করেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। একইভাবে দলের কিছু ছাত্রনেতাও ইফতার না করে বাইরে গিয়ে বিক্ষোভ করেন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক জানান, দলের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নেতা নাসির, গালিবসহ ২৫-৩০ জন ইফতার মাহফিলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ইফতারের পরও তারা আবার হাতাহাতিতে লিপ্ত হন। 

ইফতারের আগে এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সাথে মিটিং করেছেন। তার বক্তব্য সামাজিক মাধ্যমে আসা উচিত হয়নি। আমরা মনে করি, বিষয়টি শিষ্টাচারবর্জিত হয়েছে।

তিনি বলেন, সেনানিবাসের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন। এ ধরনের হস্তক্ষেপ আমাদের কাছে কাম্য নয়।

RA/AHA
আরও পড়ুন