বরগুনার পাথরঘাটায় একটি মামলার আসামির জামিন করাতে বিচারকের খাস কামরায় ঢুকে সরাসরি ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই নজিরবিহীন ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় এসআই হিসেবে কর্মরত।
আদালতের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থান করছিলেন। এসময় এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং একটি সিআর মামলার (নম্বর ৭৮০/২৩) কাগজ দেখিয়ে আসামি মো. রাজু মিয়ার জামিনের জন্য সুপারিশ করেন।
তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাই তাকে জামিন দিয়ে একটি ‘রিকল’ (পরোয়ানা প্রত্যাহারের আদেশ) দেওয়ার ব্যবস্থা করতে হবে।
কথাবার্তার একপর্যায়ে বিচারককে অবৈধভাবে প্ররোচিত করার উদ্দেশ্যে ঘুষ হিসেবে টাকা দিতে চান ওই পুলিশ কর্মকর্তা। একজন এসআইয়ের এমন বেআইনি ও অপেশাদার আচরণে বিচারক অত্যন্ত বিব্রত ও ক্ষুব্ধ হন। তাৎক্ষণিকভাবে তিনি কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে এসআই শাহরিয়ারকে ওই কক্ষেই আটক করেন।
বিষয়টি দ্রুত পাথরঘাটা থানার ওসি এবং বরগুনার পুলিশ সুপারকে জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের অনুরোধে এবং বিভাগীয় মামলার শর্তে পাথরঘাটা থানার ওসির জিম্মায় একটি মুচলেকার মাধ্যমে ওই এসআইকে ছেড়ে দেওয়া হয়।
পাথরঘাটা থানার ওসি মংচিনলা বলেন, ‘আদালত তার অর্ডার শিটে যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ট্রাইব্যুনালে সালমান ও আনিসুল: অব্যাহতি চেয়ে শুনানি আজ
জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট