ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যশোর-৪ আসন

নির্বাচন করতে পারবেন আ.লীগের বাবুল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল হয়েছিল। তবে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

গত সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম  মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ প্রার্থিতা ফিরে পেতে জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে এনামুল হক বাবুলের রিট সরাসরি খারিজ করেন।

এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল।

এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায় আপিল করেছিলেন।

শুনানি শেষে ১৩ ডিসেম্বর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এনামুল হক বাবুল হাইকোর্টে রিট করেন।

NC
আরও পড়ুন