ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমপি ওয়াহেদের বিদেশি নাগরিকত্ব তদন্তের নির্দেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তা তদন্ত করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানজীব উল আলম। 

তিনি জানান, ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশের নাগরিক নন, পাপুয়া নিউগিনির নাগরিক। নৌকার প্রার্থী এ বিষয়ে রিট করেছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন, গেজেট সবই অবৈধ। সংবিধান অনুযায়ী তার নির্বাচন করাই কোনো যোগ্যতা ছিল না। শুনানি শেষে রুল ইস্যু করা হয়েছে। তার প্রার্থিতা, নির্বাচন ও গেজেট নোটিফিকেশন কেন অবৈধ হবে না এই মর্মে। আর নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন যে, চার সপ্তাহের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য।

তিনি আরও জানান, যেসব দেশের জন্য দ্বৈত নাগরিকত্ব বৈধ সে তালিকায় পাপুয়া নিউগিনির নাম নেই। তার মানে হচ্ছে পাপুয়া নিউগিনির নাগরিকত্ব পাওয়ার সাথে সাথে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে আর গণ্য হবেন না। তিনি (স্বতন্ত্র প্রার্থী) তো বাংলাদেশের নাগরিকত্ব পুনরায় গ্রহণ করেননি।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১০৫ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।

AH
আরও পড়ুন