ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় আবারও পিছিয়েছে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

রাজধানীর সিদ্ধেশ্বরীতে আলোচিত সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়ে আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।

এ মামলার আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী, জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মণ্ডল ওরফে কুঞ্জ চন্দ্র মণ্ডল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছানো মাত্র মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি দৌড় দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই সগিরা মোর্শেদ সালাম মারা যান।

MB/FI
আরও পড়ুন