রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৩ নভেম্বর) সকালে আদালত এ আদেশ দেন। এসময় আতিকুলের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এদিকে ১৭ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ৩টি হত্যা মামলায় ডিএনসিসির সাবেক এ মেয়রকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছিলেন আদালত। ওইদিনও আসামিপক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক আলী হায়দার।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়েকৃত তিনটি আলাদা আলাদা হত্যা মামলার আসামি আতিকুল ইসলাম। ৫ আগস্ট পরবর্তীতে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তার নাম রয়েছে।
