ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাইব্যুনালে মুগ্ধের ভাইয়ের অভিযোগ দায়ের 

এদিন প্রসিকিউশনের আলাদা দুটি আবেদনে জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সব তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসি-কে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কারও নাম উল্লেখ না করে পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ করেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। 

এ ছাড়া এদিন প্রসিকিউশনের আলাদা দুটি আবেদনে জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সব তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসি-কে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে প্রসিকিউশনের তদন্তে সহযোগিতা করতে সব মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন তিনি।

AA/NC
আরও পড়ুন