মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির জানান, আগামীকাল বুধবার (২৭ মে) সকালে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।
তিনি বলেন, আমরা একটি শর্ট অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি, এই অ্যাডভান্স অর্ডার আদালত মঞ্জুর করেছেন। আমরা চেষ্টা করব আজ-কালকের মধ্যেই এই শর্ট অর্ডারটা যেন প্রসেস হয়ে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পেতে পারেন, এজন্য আমরা সব আইনি ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সব অভিযোগ থেকে এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে।
জামায়াত নেতা আজহারের মুক্তির আদেশ জারি, কাশিমপুর কারাগারে প্রেরণ
খালাস পেলেন জামায়াত নেতা আজহার