ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম

রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সাতদিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন খায়রুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া।

আবেদনে বলা হয়, সাতদিনের রিমান্ডে নিয়ে খায়রুল হককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে এ মামলার ঘটনা নিয়ে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। এ ঘটনা নিয়ে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে ইচ্ছুক ছিল না। এজন্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা একান্ত প্রয়োজন।

এর আগে, ৩০ জুলাই খায়রুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত।

গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ এনে বিচারপতি খায়রুলের বিরুদ্ধে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে, ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

HM/FJ
আরও পড়ুন