ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের হওয়া একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

এদিন দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন শুনানি শেষে তাকে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে আনিসুল হককে আদালতে হাজির করে।

মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।  রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মাদ্রাসাছাত্র ছোলেমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা তাকে কিল-ঘুষি মারেন ও ধাওয়া দেন।

DR/FJ
আরও পড়ুন