ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তারেক রহমান-বাবরের খালাস রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি বুধবার

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি আবারও বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে, তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

গত ১ ডিসেম্বর, হাইকোর্ট তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ওই রায় দেন। রায়ে বলা হয়, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। যে অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং চলতি বছরের ১ জুন আপিল বিভাগের অনুমতি পায়। এরপর থেকেই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়, যার দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় ৩১ জুলাই।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীন, শেখ ফরিদ, আবু সাইদ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, তামিম, রতনসহ আরও অনেকে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন, তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বেশ কয়েকজন পলাতক আসামি এবং হরকাতুল জিহাদের সক্রিয় সদস্যরা।

বিশ্লেষকরা মনে করছেন, ২১ আগস্ট হামলা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি ছিল গণতন্ত্রের ওপর বর্বরোচিত আঘাত। এই মামলার আপিল প্রক্রিয়া বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের স্থায়িত্ব নিয়ে বহু প্রশ্নের জবাব দেবে।

DR
আরও পড়ুন