ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুর্নীতির পৃথক ৪ মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক ৪ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন।

শুনানিকালে তাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানোর পর আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ভুয়া কোম্পানির নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে ৪টি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে থেকে তিনি কারাগারে আটক আছেন।

MMS
আরও পড়ুন