ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে দুদকের মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

দেশের আলোচিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম ওরফে এস আলমের দুই ছেলেসহ মোট ১০ জনের বিরুদ্ধে ৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন- এস আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহি, সাবেক উপকর কমিশনার আমিনুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, প্রাক্তন এসএভিপি মো. আহসানুল হক, প্রাক্তন এসএভিপি রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন ও গাজী মুহাম্মদ ইয়াকুব।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে কর ফাঁকির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া পে-অর্ডার তৈরি করে তা সঠিক হিসেবে ব্যবহার করেন। অপ্রদর্শিত ৫০০ কোটি টাকার বিপরীতে ১২৫ কোটি টাকা কর দেওয়ার কথা থাকলেও তারা মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন। বাকি ৭৫ কোটি টাকা কর ফাঁকি দিয়ে সরকারের রাজস্বের ক্ষতি করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছরের অক্টোবরে এস আলমের দুই ছেলের আয়কর নথিতে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল। অভিযোগের সূত্র ধরেই তদন্তে নামে দুদক এবং শেষ পর্যন্ত মামলায় রূপ নেয় বিষয়টি।

ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়। এ সময় ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ২৫ শতাংশ কর দিতে হতো। সেই হিসাবে এস আলমের দুই ছেলেকে অন্তত ১২৫ কোটি টাকা কর দেওয়ার কথা থাকলেও তারা কৌশলে মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।

MMS
আরও পড়ুন