ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) গা ঢাকা দিয়ে আছেন কলকাতাতেই।
দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধির তথ্য অনুযায়ী, বাপ্পী বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছে। তিনি পুলিশ পরিচয়ে রয়েছেন এবং রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে গত তিন মাস ধরে অবস্থান করছেন।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।
তিনি আরও জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তার সমালোচনামূলক বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল। হত্যাকাণ্ডে গুলিবিদ্ধ ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টদের আইনি প্রক্রিয়ায় দ্রুত সাড়া দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

