সিলেটে চা বাগান থেকে বিপুল পরিমাণ গুলিসহ এয়ারগান উদ্ধার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:২১ এএম

সিলেট নগরীর চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ গুলিসহ একটি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন গলফ ক্লাবের পাশের একটি গোরস্তান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী এয়ারগান ও ৯৭০টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩০ জানুয়ারি) অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো আইনগত প্রক্রিয়ায় এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

উদ্ধারকৃত অস্ত্র গুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সাথে কারা জড়িত—তা জানতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

HN
আরও পড়ুন