ভিসা পেয়ে ডিবির সংকেতের অপেক্ষায় আজিম কন্যা ডরিন

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:৪৯ পিএম

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন অবশেষে ভিসা পেয়েছেন। সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টায় ভিসা হাতে পান তিনি। একইসঙ্গে ভিসা পেয়েছেন এমপি আনারের পিএস আব্দুর রউফও। 

তদন্তকারী গোয়েন্দা সংস্থার নির্দেশনা পেলে তারা ভারতে রওনা হবেন। তবে সেই ক্ষেত্রে তদন্ত দলের একটি টিম তাদের সঙ্গে যাবেন বলে জানা গেছে।

আনারের পিএস আব্দুর রউফ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ও এমপির কন্যা ডরিন একসঙ্গে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা সংগ্রহ করেছেন। এর আগে গত ৩০ মে পর্যন্ত তারা ভিসা না পাওয়ায় ১ জুন ঝিনাইদহ থেকে ঢাকা যান। ঢাকায় তদন্তকারী সংস্থার সঙ্গে আলাপের পর রোববার তারা ভারতীয় দূতাবাস থেকে ভিসা সংগ্রহের বার্তা পান।

আব্দুর রউফ জানান, এমপি আনারের বড় ভাই আবেদ আলী তাদের সঙ্গে কলকাতা যাবেন। তার আগে থেকেই ভারতের ভিসা রয়েছে। তবে একসঙ্গে যাবেন বলে তিনিও অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ভিসা পেয়েছি, ফলে এখন যেকোনো মুহূর্তে যাওয়ার প্রস্তুতি আছে। আমরা এখন সবাই ঢাকায় অবস্থান করছি।

এমপি আনারের পিএস জানান,নেপাল থেকে ডিবির টিম আজ দেশে ফিরবে। এরপর তাদের সঙ্গে আলাপে বসবেন।

জানা গেছে, কলকাতার নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেনসের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে। তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে উদ্ধার করা হয় কিছু মাংসের টুকরা। সেগুলো এমপি আনারের কিনা, তা জানতে ডিএনএ পরীক্ষার জন্য তার রক্তের সম্পর্কীয় স্বজনদের সেখানে যাওয়া প্রয়োজন। আর সেই উদ্দেশ্যে এমপি আনার কন্যা ডরিন, তার বড় চাচা আবেদ আলীকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তদন্ত টিম। তার আগেই এমপি আনারের নিহত হওয়ার সংবাদ পেয়ে গত ২২ মে ডরিন ও রউফ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছিলেন।

MN/AST
আরও পড়ুন