আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এ অভিযানে এখন পর্যন্ত ২৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়াকালে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মীরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২), মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মীরসরাই ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মীরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)। এছাড়া অন্য ২১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, দেশে চলমান ভয়াবহ অস্থিতিশীলতার দায় নিয়ে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে ত্বরিতগতিতে ব্যবস্থা নিতে হবে।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
