ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উখিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, সাতটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ এপ্রিল) মধ্যরাতে শফির বিল এলাকায় অভিযান চালিয়ে উখিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অভিযান শেষে মাদক ও অস্ত্রসহ তাকে আইনানুগ ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক দমন অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Fj/br
আরও পড়ুন