রাজধানীতে এলোপাতাড়ি গুলি করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১০ নভেম্বর) ন্যাশনাল মেডিকেলের কলেজ হাসপাতালের সামনে ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজধানীতে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন
উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ