বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে (এনডিইউবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড ২০২৬’। আগামী ২৪ জানুয়ারি (২০২৬) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এই অলিম্পিয়াডের আয়োজন করা হবে।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টস (আইএসবিএম) যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করছে। এইচএসসি, এ-লেভেল এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ও মেধার বিকাশে এই ইভেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা গেছে, সারা দেশের প্রায় ৫০০টি কলেজ, এ-লেভেল স্কুল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের এই অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১-৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে প্রতিযোগী, শিক্ষক, বিচারক এবং আয়োজক কমিটির সদস্যসহ প্রায় ৪০০ জনের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

দিনব্যাপী (সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত) এই আয়োজনে থাকছে কুইজ প্রতিযোগিতা এবং ৩এমটি (থ্রি মিনিট থিসিস) প্রেজেন্টেশন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
