জকসু নির্বাচন: কড়া নজরদারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

প্রতিষ্ঠার দুই দশক পর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। ঐতিহাসিক এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কড়া নজরদারির মধ্য দিয়ে পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্ট প্রবেশ ও প্রস্থানের রুট নির্ধারণ করে দিয়েছে।

ভোট প্রদানকারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। ভোটদান শেষে তারা ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করছেন। অন্যদিকে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২ নম্বর গেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশের সময় অবশ্যই দাপ্তরিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে ক্যাম্পাসের বাইরে যাতায়াত না করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন চলাকালীন যেকোনো জরুরি স্বাস্থ্যসেবায় একটি মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন করছেন না এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে।

DR/AHA
আরও পড়ুন