জকসু নির্বাচনে চার কেন্দ্রে এগিয়ে শিবির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। চার কেন্দ্রেই শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন। তবে কয়েকটি বিভাগে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের সঙ্গে ব্যবধান কম থাকায় শেষ পর্যন্ত ফল কোন দিকে যায়, তা নিয়ে আগ্রহ বাড়ছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। 

কেন্দ্র চারটি হলো—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট। ছাত্রদলের রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৭৮, ছাত্রদলের তানজিল পেয়েছেন ৪৫ ভোট। 

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২, ছাত্রদলের রাকিব পেয়েছেন ১৩১ ভোট। 

চার কেন্দ্রের ভোটের ফলাফলে জানা যায়, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ২০৬ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৪০৮ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৩৩৮ ভোট পেয়েছেন।

AHA
আরও পড়ুন