দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ১৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ভিপি পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব ২১৫৪ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১২৯ ভোট।
অন্যদিকে, জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ২৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১০২৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও একই প্যানেলের মাসুদ রানা ২০৮৮ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১৮১৯ ভোট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা কাজ বন্ধ থাকে। পরবর্তীতে গভীর রাতে প্রথমে হাতে গণনা ও পরে মেশিনের নির্ভুলতা যাচাই করে পুনরায় গণনা শুরু হয়। বুধবার সকাল থেকে পর্যায়ক্রমে ১৮টি কেন্দ্রের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ২০ বছর পর এটিই ছিল প্রথম জকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ সংসদেও নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
বর্তমানে কেন্দ্রীয় সংসদের বাকি ২০টি কেন্দ্র এবং হল সংসদের চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা।
জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফল প্রকাশ
