জকসু নির্বাচন

সংগীত বিভাগের ভোট পেলেন না শিবিরের জিএস ও এজিএস প্রার্থী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় একটি বিরল ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ কেন্দ্রে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা কোনো ভোটই পাননি। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সংগীত বিভাগের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা একজন ভোটারের সমর্থনও পাননি। অন্যদিকে, সহসভাপতি (ভিপি) পদে শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪টি ভোট।

এই কেন্দ্রে ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ১২৫ ভোট পেয়ে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছেন। এছাড়া জিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৪৮টি এবং এজিএস পদে আতিকুল ইসলাম তানজিল ১০৮টি ভোট পেয়েছেন।

এখন পর্যন্ত ঘোষিত ২০টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল জোটের প্রার্থী এ কে এম রাকিব ২৪০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৩১৬ ভোট।

তবে জিএস পদে এখনো এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ (২৪৮৭ ভোট), যেখানে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১০৪ ভোট। এজিএস পদেও শিবিরের মাসুদ রানা ২২৩৪ ভোট পেয়ে এগিয়ে আছেন এবং ছাত্রদলের তানজিল পেয়েছেন ২০৪১ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখনো ১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। বোটানি, চারুকলা, দর্শন, ফিন্যান্স এবং সিএসইসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

DR/FJ
আরও পড়ুন