মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য জাপানিজ বৃত্তি ও শিক্ষক প্রশিক্ষণের নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে এই আবেদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বুধবার (৭ জানুয়ারি) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন লিংকে (http://202.4.112.150:3030/) গিয়ে একটি প্রাথমিক তথ্যছক পূরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাসে আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

