৯০তম জন্মবার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং উন্নয়নের প্রকৃত স্থপতি। তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে গৌরবময় অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। তার মতো সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক বিশ্বে বিরল।’

ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, ‘জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তার হাত ধরেই গার্মেন্টস শিল্পের সূচনা এবং শ্রম রপ্তানি শুরু হয়। স্বল্প সময়ে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার ব্যক্তিত্ব ও দেশপ্রেম আগামীর প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

শ্রদ্ধা নিবেদনকালে ইউট্যাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. মো. নুরুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক প্রতিনিধি। তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

DR/SN
আরও পড়ুন