‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। এ লক্ষ্যে প্রস্তাবিত অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজেই টেলিফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই সুখবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপদেষ্টার ফোন আসে। তিনি জানান, উপদেষ্টা পরিষদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের দাবি আদায়ের খবর পেয়ে শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ প্রতীক্ষার পর দাবি পূরণ হওয়ায় অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।

FJ
আরও পড়ুন