ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তা’মীরুল মিল্লাতে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন

আপডেট : ১২ মে ২০২৪, ০৮:৪৪ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ মে)  বেলা ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হয়।

এর মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দাখিলে রেকর্ড সংখ্যক ৮৫৭ জন জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। মাদ্রাসার তিনটি ক্যাম্পাস হলো– তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল-ডেমরা। এ ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ৭৬২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। সাধারণ বিভাগে ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার মীরহাজিরবাগ ক্যাম্পাস থেকে এবার ৩৬৯ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে ১৫৯ জন জিপিএ-৫ পেয়েছে। সাধারণ বিভাগে ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকার মাতুয়াইল থেকে এ বছর ২১০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১০১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। সাধারণ বিভাগে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

মাদ্রাসার ভালো ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় টঙ্গীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. মিজানুর রহমান জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। 

আগামীতে আরো ভালো করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

NC/SA
আরও পড়ুন