মাদরাসা শিক্ষার্থীদের ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড সংশোধন শুরু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

২০২৫ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত মাদরাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের তথ্য সংশোধনের বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের নাম, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ বা জেন্ডারসহ যেকোনো ভুল থাকলে আগামী (২৪ ডিসেম্বর) এর মধ্যে তা সংশোধন করা যাবে। আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে বৃত্তি পরীক্ষা শুরু হতে চলায় এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ২০২৫ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের ভুল তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে এই সংশোধন করা যাবে। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে তথ্য ভুল থাকলে বোর্ড ফি দিয়ে সংশোধন করা যাবে। যেহেতু অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া ষষ্ঠ শ্রেণির (২০২৩) ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হয়েছে, তাই ষষ্ঠ শ্রেণির ডাটাবেজে নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন করলে তা স্বয়ংক্রিয়ভাবে ৭২ ঘণ্টার মধ্যে অষ্টম শ্রেণির রেকর্ডেও হালনাগাদ হয়ে যাবে।

তবে অষ্টম শ্রেণির (২০২৫) ছবি পরিবর্তন বা জেন্ডার সংশোধন করতে হলে www.ebmeb.gov.bd ওয়েবসাইটের eSIF লিংকে গিয়ে Class JDC » eReg-Registration Print 2025 সিলেক্ট করে প্রতিষ্ঠানের EIIN এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। সেখানে বোর্ড ফি পরিশোধ করে সংশোধন সম্পন্ন করতে হবে। ষষ্ঠ (২০২৩) ও অষ্টম (২০২৫) শ্রেণির তথ্য সংশোধনের বোর্ড ফি ৩০০ টাকা। আবেদন জমা দেওয়ার পর পেমেন্ট অপশনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর শুরু হবে। তাই সংশোধন প্রক্রিয়া ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদরাসা প্রধান, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের এই সময়সীমার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

NB/FJ
আরও পড়ুন