জ্ঞান লাভের মাধ্যমে মানুষের শিক্ষা যেমন শাণিত হয় তেমনই সুসংগঠিত চিন্তা সমাজ, রাষ্ট্র এবং অর্থনীতিতে পরিবর্তন পরিমার্জন বয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে চিন্তার সক্ষমতার দিক দিয়ে হতে হয় অনেক বেশি যুক্তিবাদী। বিতর্কের অনুশীলন একজন শিক্ষার্থীকে যুক্তিবাদী চিন্তা করতে গড়ে তোলে,আর সেই অনুশীলন অব্যাহত রাখতে প্রতিষ্ঠা পায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
"লার্নিং, লজিক এবং লিবার্টি" এই উদ্দেশ্যকে ধারণ করে ২০১২ সালে একঝাক তরুণ মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে এই সংগঠন। প্রতিষ্ঠা লাভের পর থেকে নিরপেক্ষ শাসন কাঠামোতে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর নির্বাচনের মাধ্যমে এর কমিটি পুনর্বিন্যাস হয়ে থাকে। এছাড়া প্রতিটি বিভাগ এবং হলে বিতর্ক চর্চা সমুন্নত রাখতে উপকমিটি রয়েছে। বর্তমানে সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন তানজিম হাসান, সাধারণ সম্পাদক হিসেবে নিয়ামাতুল্লাহ অনিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাদমান জামান। পদাধিকারবলে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা।
বছরজুড়ে শিক্ষার্থীদের বিতর্কে দক্ষ করে গড়ে তুলতে সংগঠনটির নানা আয়োজনের পসরা থাকে। বাংলা এবং ইংরেজি দুই ভাষায়ই বিতর্কের সুযোগ রয়েছে। এশিয়ান পার্লামেন্টারী বিতর্ক, বারোয়ারী বিতর্ক এবং রম্য বিতর্কসহ প্রচলিত সব রকম বিতর্কের অনুশীলন করে থাকে শিক্ষার্থীরা। বিতর্কের ধারা অব্যাহত রাখতে প্রতি সপ্তাহে দুটি সেশনের আয়োজন করে থাকে সংগঠনটি। এছাড়া শিক্ষার্থীদের বিতর্কের ধারা শাণিত করতে সংগঠনটি আন্ত-বিভাগ, আন্ত-হল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দিবসে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রতিবছর নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিতর্কের প্রতি আগ্রহ বাড়াতে থাকে বিতর্কের আয়োজন।
যেমন- ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে প্রলয়োল্লাস বিতর্ক প্রতিযোগিতা, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ষোড়শ আবর্তন বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ককে প্রাণোচ্ছল করে তুলতে আয়োজন থাকে বিতর্ক উৎসবের। শুধুমাত্র শিক্ষার্থী নয় বিতর্কের আমেজ ছড়িয়ে দিতে শিক্ষকদের মাঝেও বিতর্ক উৎসব আয়োজন করে থাকে। যেমন গত বছর শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো রম্য বিতর্ক প্রতিযোগিতা ‘বিয়ে দিল্লির লাড্ডু, যে খাবে সে পস্তাবে যে না খাবে সেও পস্তাবে’। যার আমেজ ছড়িয়ে পড়েছিলো পুরো ক্যাম্পাসজুড়ে। এছাড়া ক্লাবটি প্রতি সপ্তাহে দুই-তিনদিন ওয়ার্কশপ এবং অনুশীলন কর্মসূচির আয়োজন করে থাকে, এতে সদস্যদের যুক্তি চর্চার দক্ষতা সমৃদ্ধ হয়।
ডিবেটিং সোসাইটির সদস্যরা জেলা পর্যায়, জাতীয় পর্যায় এবং আন্ত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ পরিচিতি এবং সুনাম কুড়িয়েছে। উল্লেখযোগ্য অর্জনের মাঝে রয়েছে- এটিএন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হওয়া বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতাগুলোতেও রয়েছে সাফল্যের ছাপ। এছাড়া সংগঠনটি নিজেদের উদ্যোগে আয়োজন করেছিলো দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক উৎসব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে যুক্তি-বিতর্কের জগতে উজ্জ্বল প্রতিভা ছড়িয়ে দিচ্ছে। ক্লাবটি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, যুক্তির চর্চা ও বিতর্কের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনের সহ-সভাপতি তানজীম হাসান বলেন, ডিবেটিং সোসাইটির প্রত্যাশার জায়গাটা অনেক বড়। স্বপ্নের বুনন কিংবা স্বপ্নের মালা গাঁথুনিটা অনেক সূক্ষ্ম। ডিবেটিং সোসাইটি স্বপ্ন দেখে এমন একটা প্রজন্মের, যে প্রজন্মের প্রতিটা সত্ত্বা যুক্তির নিরিখে নিজেদের মূল্যায়ন করতে জানবে, যেখানে সহনশীলতা আর তর্কের দারুণ সমন্বয় ঘটাবে।
