দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। আগামী ৪ বছরের জন্য তিনি এ পদে দায়িত্বপালন করবেন। বুধবার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা রোখসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১১(১) ও (২) অনুসারে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে আগামী ৪ বছরের জন্য তিনি এ পদে দায়িত্বপালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান জানান, বুধবার তিনি ফের উপাচার্যের দায়িত্বগ্রহণ করবেন।
