ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের প্রত্যাশা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম

শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো, যারা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। একজন সফল মানুষের পেছনে শিক্ষক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা নতুন করে বলার কিছু নেই। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে ‘বিশ্ব শিক্ষক দিবস’। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটি উপলক্ষে শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা তুলে ধরেছেন তুষার ইমরান।

শিক্ষক হবেন একজন রোল মডেল

মাসুম বিল্লাহ
লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষকের প্রকৃত দায়িত্ব হলো শিক্ষার্থীদের শুধু বই নির্ভর জ্ঞান প্রদান করা নয় বরং তাদের চিন্তাশীল ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে সহায়তা করা। একজন আদর্শ শিক্ষক হতে হবে যিনি শিক্ষার্থীদের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারেন। এই সম্পর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক উন্নয়নকে ত্বরান্বিত করে। শিক্ষকের গবেষণা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যদি নতুন জ্ঞান সৃষ্টি এবং যুগোপযোগী সমস্যার সমাধানে মনোযোগী হন, তবে শিক্ষার্থীরা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হয়। শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নৈতিকতার গুরুত্ব বুঝতে সহায়তা করেন তবে তা সমাজের উন্নয়নেও ভূমিকা রাখবে। সর্বোপরি, একজন শিক্ষক যিনি পরিশ্রমী, উদ্বুদ্ধকারী এবং সমস্যার সমাধানে সচেতন, তিনিই সত্যিকার অর্থে শিক্ষার্থীদের পথপ্রদর্শক। আদর্শ ও নৈতিকতার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান চর্চার সমন্বয় হলেই তিনি শিক্ষার্থীদের নিকট একজন সফল শিক্ষক। তাই, আমাদের প্রয়োজন এমন শিক্ষকদের যারা ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

শিক্ষক হবে বটবৃক্ষের ছায়ার ন্যায়

লিমা খাতুন
পপুলেশন সায়েন্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

শিক্ষককে হতে হবে সেই বাবা নামক বটবৃক্ষের মতো, যার শীতল ছায়ায় শিক্ষার্থীরা কোনো প্রকার বাধা-বিপত্তি ছাড়াই পরম মমতার পরশে বেড়ে উঠবে। পিতা-মাতা সন্তান জন্ম দিলেও তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন মূলত একজন শিক্ষক। একজন শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে, তার চিন্তা-পেচতনা ও মনুষ্যত্বের বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেন একজন শিক্ষক। একজন শিক্ষকের ব্যক্তিত্ব, আদর্শ ও মূল্যবোধ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজন শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তার করে। আমরা কখনোই চাই না একজন শিক্ষক আর তার শিক্ষার্থীদের মধ্যে এমন ভয়ঙ্কর সম্পর্ক হোক যা একজন শিক্ষকের তার ব্যক্তিত্ব, তার আদর্শ এবং তার মূল্যবোধকে নিয়ে প্রশ্ন তুলবে। আমি প্রত্যাশা করি, এমন একজন শিক্ষকের যার কাছে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করব। যেন আমরা ভাবতে পারি পরিবারের পর আমরা আমাদের শিক্ষকদের কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত।

শিক্ষক অনৈতিক সুবিধার কাছে মগজ বিক্রি করবেন না

মো. নাইমুর রহমান ভূইয়া 
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

একটি জাতির সঙ্কটময় মুহূর্তে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তারা হলেন শিক্ষক। যিনি ক্লাসে শুধু শিক্ষার্থীদের বড় মানুষ তৈরি করার জন্য পড়ান না বরং যারা ‘বড় মানুষ হওয়ার চেয়ে বড় হৃদয়ের মানুষ হওয়া বেশি জরুরি এটা’ শেখান তারাই প্রকৃত শিক্ষক। যিনি বুদ্ধিতে, মননে, সততায়, সচেতনতায় এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতায় সবার উপরে থাকেন। যার শিক্ষার মাধ্যমে জ্ঞান, মনন, সততা কিংবা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতায় একটি জাতি সেরা হতে পারে। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ছাত্রদের থেকে শিক্ষকরা শুধু অন্যায়ের প্রতিবাদ করার সাহস নিবে না বরং উল্টোটিই ঘটবে বেশি। যারা অন্যায় আবদার কিংবা অনৈতিক সুবিধার কাছে নিজেদের মগজ ভাড়া দিবে না এবং ভাড়া দিয়ে এসে ছাত্রদের বলবে না, ‘মগজ বিক্রি করো না’! আমরা এখনো আশাবাদী যে, এ দেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অনেক শিক্ষক নিজেদেরকে জ্ঞানে, মননে, সততায় উজ্জীবিত করে রেখেছেন এবং আমাদেরকেও প্রতিনিয়ত উজ্জীবিত করছেন। তাদের সকলের প্রতি আমার পরম শ্রদ্ধা এবং যারা আমাকে আক্ষরিক জ্ঞানের পাশাপাশি সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার শিক্ষা দিয়েছেন সকলকে ‘শিক্ষক দিবসে’র শুভেচ্ছা জানাই। আপনাদের দেওয়া শিক্ষা বেচে থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

একটি সুস্থ ও মননশীল সমাজ বিনির্মাণের মূল পাথেয় নীতি নৈতিকতাসম্পন্ন শিক্ষক

মিথিলা মিনহা
আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রগতিশীল সমাজ গঠনের মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করে একজন শিক্ষক। পরিবারের পর আমাদের নীতি নির্ধারণ ও আদর্শের ধারকবাহক হয় শিক্ষক। একজন শিক্ষকের পাঠ্যক্রমের পাশাপাশি মানবিক গুণাবলি আমাদের জীবন ধারনের চিন্তা এবং চেতনাকে প্রভাবিত করে। কিন্তু আশা-আকাক্সক্ষা পূরণের বুনিয়াদ সেই শিক্ষকরাই আজ প্রশ্নবিদ্ধ। তারা নিজেদের রূপরেখা প্রণয়ন করছে রাজনৈতিক প্রপাগান্ডা বাস্তবায়নের বাহক হয়ে যা শিক্ষক ও ছাত্র সমাজের জন্য কলুষিত চিত্রায়ণ। এছাড়াও রয়েছে নিয়োগ বাণিজ্য, দুর্নীতির বেড়াজালে আচ্ছন্ন হওয়া, ছাত্রী হেনস্তা, নম্বর টেম্পারিং কতিপয় শিক্ষকের এমন হীন আচরণে পুরো শিক্ষক সমাজ কর্দমাক্ত, তবুও আমরা আশাবাদী। আধারে আলোকরশ্মির মতোই দীপ্তমান হোক শিক্ষক -শিক্ষার্থী সম্পর্ক।

FI
আরও পড়ুন