ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষক দিবস পালিত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে কলেজ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ ফাতেমা জোহরা।  

সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা জাতির বিবেক। শিক্ষকতা নিছক কোনো পেশা নয়, একটি ব্রত। এই ব্রতকে লালন ও ধারণ করে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. আবদুল কুদ্দুস, তিনি শিক্ষা মনোবিজ্ঞানের আলোকে আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার আহ্বান জানান ।

দিবা জুনিয়র শাখার উপাধ্যক্ষ ড. মো. হায়দার আলী প্রামাণিক বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়ের এ যুগে আদর্শ শিক্ষাদানের মাধ্যমে প্রধানত শিক্ষকরাই শিক্ষার্থীদেরকে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে পারেন।

MH