ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইবিতে টিএসসিসির দায়িত্বে অধ্যাপক ড. জাকির

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)'র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালকের কক্ষে দায়িত্বগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তী ১ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

এ সময় সদ্য দায়িত্বপ্রাপ্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. এ. কে. এম রাশেদুজ্জামান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনা ও অধ্যাপক ড. মো. মিজানূর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই সামান্য পদে আমাকে যেভাবে সবাই বরণ করে নিয়েছেন তাদের সকলের প্রতি আমি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। অল্প সময়ের মধ্যে আমার প্রতি সকলের প্রত্যাশা অনেক বেশি। আমি চেষ্টা করবো সকলের প্রত্যাশা পূরণ করার, টিএসসিসিকে একটি আধুনিক ও যুগোপযোগী ভাবে সাজানোর। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

AHA/FI
আরও পড়ুন