জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে বিশেষ ব্যবস্থা

২০১০ সাল থেকে ১ জানুয়ারি থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উৎসব করেই বিনামূল্যের বই দিয়ে আসছে সরকার।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছাতে পদক্ষেপ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। জানুয়ারি মাসে বিনামূল্যের সব পাঠ্যবই  শিক্ষার্থীদের হাতে তুলে দিতে ছাপা হবে মাধ্যমিকের এক কোটি বই। আগামী মাসের মধ্যে  ৯০ শতাংশের বেশি পাঠ্যবই মাঠ পর্যায়ে পৌঁছে যাবে।

২০১০ সাল থেকে ১ জানুয়ারি থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উৎসব করেই বিনামূল্যের বই দিয়ে আসছে সরকার। তবে এবার নতুন বছরে পাঠ্যবইয়ের উৎসব হবে না। তবে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করা হবে এবং জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, জানুয়ারিতে বই দেওয়ার প্রস্তুতি চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন হয়েছে। এবার মোট বইয়ের সংখ্যা ৪০ কোটির মতো। এর মধ্যে মাদ্রাসার এবতেদায়ি এবং মাধ্যমিক স্তরের জন্য দুই কোটি ৩১ লাখের মতো এবং প্রাথমিক স্তরের বই ৯ কোটি ২০ লাখের মতো।

SR