দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা
ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (গহনার ডিজাইনভেদে তারতম্য হতে পারে) যোগ করে গহনা কিনতে হবে।
এদিকে, সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল কিনবে সরকার