ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারি কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ২০২৫ শিক্ষাবর্ষে দিবা শাখার তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ৩১০ আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) কলেজ অডিটরিয়ামে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।  

এ সময় লটারি কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোজাক্কার হোসেন চৌধুরী, কলেজের উপাধ্যক্ষবৃন্দ ও কলেজের শিক্ষক প্রতিনিধিবৃন্দ। 

এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে লটারি কার্যক্রম প্রত্যক্ষ করেন। 

উল্লেখ্য,  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই লটারি কার্যক্রম সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়।

SN
আরও পড়ুন