ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জবির দুই হল খালি করার নির্দেশ 

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৫৫ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিত্যক্ত দুই হল বসবাসরতদের জায়গা খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল দুটি হলো-বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হল। আগামী ১৫ জুনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, উল্লিখিত ভবন দুটিতে শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। সেক্ষেত্রে নির্মাণ কাজ নিশ্চিত করতে এসব ভবনে অবস্থানরত কর্মচারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এসব ভবনের স্থানে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পরপরই হল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

RA/AHA
আরও পড়ুন