ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের আট বিষয়

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:০৩ এএম

পঞ্চম থেকে নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের আটটি বিষয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমিক স্তরের প্রধান সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফাতিহুল কাদীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণি থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মোট আটটি কনটেন্ট বা বিষয় স্থান পেয়েছে। এছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের নানা ছবি ও গ্রাফিতি যুক্ত করা হয়েছে।

পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ে ‘আমরা তাদের কখনো ভুলব না’ শিরোনামে একটি লেখা রয়েছে। যেখানে বৃটিশ শাসনবিরোধী আন্দোলনে শহীদ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে দুটি গদ্য যুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ শিরোনামে একটি লেখার সংকলন। যেখানে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ছবি সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে।

সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ইউনিট ফোরে পিপল হু মেকস ডিফরেন্স চ্যাপ্টারের মধ্যে ‘আ নিউ জেনারেশন’ নামে একটি লেখা স্থান পেয়েছে।

অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বইয়ে গণঅভ্যুত্থানের ওপর লেখার সংকলন ‘গণঅভ্যুত্থানের কথা’ স্থান পেয়েছে। এতে উনসত্তরের গণঅভ্যুত্থান, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের লেখা স্থান পেয়েছে। এছাড়া এই শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ে গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে ‘উইমেনস রোল ইন আপরাইজিং’ শীর্ষক একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা রয়েছে।

নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’নামের পাঠ্যবইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ওপর লেখা ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ নামে একটি সংকলিত প্রবন্ধ যুক্ত হয়েছে। এই শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা ‘গ্রাফিতি’ নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিশেষজ্ঞ মোহাম্মদ কামাল হোসাইন বলেন, মাধ্যমিক স্তরের প্রতিটি বইয়ের জন্য বিভিন্ন বিশেষজ্ঞ শিক্ষকরা কাজ করেন। আমি শুধু সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ের দেখাশোনা করেছি। এই বইয়ের চার নম্বর ইউনিটে ‘পিপলস হু মেকস ডিফরেন্স’ চ্যাপ্টারের মধ্যে ‘আ নিউ জেনারেশন’ শীর্ষক লেখাটি স্থান পেয়েছে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রধান সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, গণঅভ্যুত্থানের বিষয়গুলো সাহিত্যের অংশ। তাই পঞ্চম থেকে নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে গণঅভ্যুত্থানের আটটি কনটেন্ট বা বিষয় স্থান পেয়েছে।

SN
আরও পড়ুন