চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জুন)। এ পরীক্ষার প্রথম দিনে রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
বুধবার (২৫ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) সিরাজ উদ-দৌলা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সকাল ১০টা ৪০ মিনিটে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে ব্রিফিং করবেন শিক্ষা উপদেষ্টা।
রাশিয়ায় পড়াশোনা: রোলিং ইন্টেকের সুযোগ, জেনে নিন স্কলারশিপসহ বিস্তারিত