ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁবিপ্রবিতে প্রথমবারের মতো ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫। 

সোমবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ৪০০১ ও ৪০০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা লিচু, আম, কাঁঠাল, জাম, ড্রাগন ফলসহ নানা রসালো মৌসুমি ফল প্রদর্শিত হয়। প্রতিটি বিভাগের আলাদা স্টলে ছিল রঙিন সাজসজ্জা ও ফল প্রদর্শনী। শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন আড্ডা, আলোচনায় এবং সাংস্কৃতিক পরিবেশনায়।

অনুষ্ঠান শেষে উপাচার্য ক্যাম্পাসে আম ও কমলা লেবুর গাছের চারা রোপণ করেন এবং একটি হাদিস উদ্ধৃত করে গাছ রোপণের ধর্মীয় গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমন আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা, ঐতিহ্যচর্চা ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদার হবে এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

AHA
আরও পড়ুন