ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর স্থগিত হওয়া ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)  ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চারদিনের স্থগিত পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জুলাইয়ের পরীক্ষা আগামী ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা আগামী ১২ আগস্ট এবং গোপালগঞ্জের ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় পুনঃনির্ধারিত এ পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে নেওয়া হবে।

 

FJ
আরও পড়ুন