২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। এর আগে এই কার্যক্রম ১১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জানুয়ারি প্রকাশিত ফরম পূরণ সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনায় বোর্ড আরও জানিয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচdb পরীক্ষা (টেস্ট) সম্পন্ন করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি যথাসময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
