ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এসিইউ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন বাউবি উপাচার্য

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন ফর ইংল্যান্ড ওয়েলসের আওতাধীন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এই বোর্ডের ২১ জন সদস্যের মধ্যে তিনিই বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বাউবির জনসংযোগ বিভাগের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ১ আগস্ট তিনি এসিইউর কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হন। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এসিইউ বিশ্বব্যাপী উচ্চশিক্ষা খাতে অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে কমনওয়েলথভুক্ত চারশর বেশি বিশ্ববিদ্যালয় এর সদস্য, যারা আন্তর্জাতিক সহযোগিতা, গুণগত মানোন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণে কাজ করছে।

সংশ্লিষ্টরা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জের সন্তান অধ্যাপক ওবায়দুল ইসলাম ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। বাউবিতে যোগদানের আগে অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ৩১ বছর অধ্যাপনা করেন। তিনি জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন।

AHA
আরও পড়ুন