ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করলো দুই দেশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ এএম

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করেছে দুই দেশ। হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান উন্নত হয়েছে। ২০২৫ সালে যেখানে ভারতের অবস্থান ছিল ৮৫তম। 

তবে ২০২৬ সালে তা ৮০তম স্থানে উঠে এসেছে। তবে র‍্যাঙ্কিং উন্নত হলেও ভিসা ছাড়া বা সহজ শর্তে ভ্রমণযোগ্য দেশের সংখ্যা কমেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা ছাড়া যেতে পারতেন। তবে ২০২৬ সালে সেই সংখ্যা ৫৫তে নেমে এসেছে। এই পরিবর্তনের মূল কারণ দুই দেশ ভারতীয় নাগরিকদের জন্য তাদের প্রবেশনীতি পরিবর্তন করেছে। এই দুই দেশ হলো ইরান ও বলিভিয়া।

২০২৫ সালের ১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা-মুক্ত প্রবেশ ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ভারতীয় নাগরিককে প্রতারণার মাধ্যমে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। কাজ বা অন্য দেশে যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সেখানে পৌঁছানোর পর অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এই নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরান ২২ নভেম্বর ২০২৫ থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশ স্থগিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন ইরানে ভ্রমণ বা ট্রানজিটের জন্য আগেভাগেই ভিসা নিতে হবে। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের ইরানের মাধ্যমে ভিসা-মুক্ত যাত্রার প্রলোভন দেখানো এজেন্টদের থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভিসা-মুক্ত ভ্রমণের অর্থ হলো, স্বল্প সময়ের জন্য আগাম ভিসা ছাড়াই কোনো দেশে প্রবেশের সুযোগ। সাধারণত এটি দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন নীতির আওতায় দেওয়া হয়। তবে এর সঙ্গে অবস্থানকাল, অর্থের প্রমাণ ও বৈধ ভ্রমণ নথির মতো শর্ত থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে ভারতীয় পাসপোর্টধারীদের বলিভিয়া যেতে হলে ই-ভিসা নিতে হবে। ই-ভিসার ক্ষেত্রে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং ফি পরিশোধ করতে হয়। অনুমোদিত ভিসা ডিজিটালভাবে ইস্যু করা হয়। এরপর এটি প্রবেশের সময় দেখাতে হয়। হেনলি পাসপোর্ট সূচকে ই-ভিসাকেও ‘ভিসা প্রয়োজন’ হিসেবে গণ্য করা হয়। কারণ ভ্রমণের আগে অনুমোদন নিতে হয়।

২০২৫ সালে বলিভিয়া ভারতীয়দের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা দিত। এতে আগাম কোনো অনুমোদন ছাড়াই বিমানবন্দরে ফরম পূরণ ও ফি দিয়ে ভিসা পাওয়া যেত। এই সুবিধা প্রায় ভিসা-মুক্ত ভ্রমণের মতোই সহজ হওয়ায় হেনলি সূচকে এটি উচ্চ স্কোর পেত।

ইরান ও বলিভিয়া আর ভিসা-মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা বন্ধ করে দিয়েছে। এর ফলে ২০২৬ সালে ভারতীয় পাসপোর্টধারীদের সহজ প্রবেশযোগ্য দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে। র‍্যাঙ্কিং উন্নত হলেও এই দুই দেশে যেতে চাইলে এখন আগেভাগে প্রস্তুতি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

HN
আরও পড়ুন